সংযুক্ত আরব আমিরাতে ‘বিগ টিকিট আবুধাবি র্যাফেল ড্র’ লটারিতে প্রায় ৪৯ কোটি টাকা জিতেছেন বাংলাদেশি প্রবাসী নূর মিয়া। তিনি আমিরাতের আল আইনে থাকেন। যা বাংলাদেশি মুদ্রায় ৪৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে ‘বিগ টিকিট আবুধাবি’ নামে ওই লটারির জয়ীদের নাম ঘোষণা করা হয়।
নূর মিয়ার বাড়ি ফটিকছড়ি পৌরসভা ৪নং ওয়ার্ডে।
নূর মিয়ার কেনা লটারির টিকিটের নম্বর ২০১৯১৮। এই টিকিট পুরস্কার জেতার পর অনুষ্ঠান থেকে নূর মিয়াকে ফোন করেন উপস্থাপকেরা। খুশির এ খবর শুনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি। এছাড়াও আরও ১০ জন এই লটারিতে ১ লাখ দিরহাম করে পুরস্কার জিতেছেন।
সোহেল মনি নামের একজন জানান, আমরা ৩৬ জন মিলে বিগ টিকিট কিনেছিলাম। যেহেতু টিকিটটা একজনের নামে নিতে হয় তাই নূর মিয়া’র নামে এ মাসে টিকিটটা কিনেছি। ৩৬জনের টাকা দিয়ে কিনেছিলাম এ টিকিট। গত ৪-৫বছর ধরে আমরা একেকবার একেকজনের নামে টিকিট কিনেছিলাম। এবার লটারি জিতে গেলাম। ভাগ্য কখন খুলে যায় বলা যায়না। আমরা সবাই আনন্দে উচ্ছ্বসিত।