কক্সবাজারে উখিয়ার মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মামুনুর রশীদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। এতে আহত হয়েছেন একজন।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুনুর রশীদ কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রুমালিয়ারছড়া সবুজবাগ এলাকার মৃত হারুনুর রশীদের ছেলে। তবে আহত যুবকের নাম পরিচয় জানা যায়নি।
কক্সবাজার সদর হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ কর্মকর্তা মো. রিপন চৌধুরী বলেন, রাত সাড়ে ৯টায় সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে আনা হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপরজন শহরের ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে জানিয়েছেন তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, বৃহস্পতিবার বিকেলে মামুনুর রশীদ এক বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে টেকনাফে বেড়াতে গিয়েছিল। রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়া উপজেলার পাটুয়ারটেক এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। পরে সড়কের উপর তাদের পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।