ঢাকা, শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ার বালুখালী ক্যাম্পে ফের গুলি করে রোহিঙ্গা হত্যা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে ফের দুর্বৃত্তদের গুলিতে নুর হাবিব ওরফে ডাক্তার ওয়াক্কাস নামে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন।

সোমবার (৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্প ৯ সি-৩ ব্লকে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী নিহতের পরিবারের বরাতে জানান, রোহিঙ্গা নেতা নূর হাবিব ব্লক-সি/৩ এর মৌলভী ইয়াছিনের শেডের সামনে অবস্থান করছিলেন। সেসময় আনুমানিক ৩০ জন অস্ত্রধারী এসে গুলি করে এবং মাথায় কুপিয়ে তাকে হত্যা করে। পরে তাকে উদ্ধার করে আইওএম হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

এ হত্যায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ