সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি ভারতীয় উড়োজাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ১৮৪ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়োজাহাজটি ভারতে ফিরছিল। এ সময় বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটিতে এ দুর্ঘটনা ঘটে। খবর এএনআইর।
ইন্ডিয়া এক্সপ্রেস জানায়, উড্ডয়নের কিছুক্ষণ পর উড়োজাহাজটির একটি ইঞ্জিনে আগুন লেগে যায়। বিষয়টি টের পাওয়ার পরপরই সেটিকে আবুধাবি বিমান বন্দরে ফিরিয়ে নেয়া হয়।
সংস্থাটি জানায়, ভারতের কেরালা রাজ্যের কালিকটের উদ্দেশে আবুধাবি থেকে ১৮৪ যাত্রী নিয়ে উড্ডয়ন করে উড়োজাহাজটি। ১০০০ ফিট উচ্চতায় ওঠার পরই সেটির এক নম্বর ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে উড়োজাহাজটিকে জরুরি অবতরণ করানো হয়।
এয়ার ইন্ডিয়া জানায়, উড়োজাহাজটিকে নিরাপদে অবতরণ করানো সম্ভব হয়েছে। এ ঘটনায় যাত্রীদেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।