ঢাকা, শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এ বছরের নভেম্বরে সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি আনিছুর

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বাজেট সংকটের কারণে আগামী সংসদ নির্বাচনের সব আসনে ইভিএমের মাধ্যমে নির্বাচন করা সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।

তিনি বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে। নভেম্বর মাসে তপশিল ঘোষণা করবে কমিশন। সরকারের কাছে বাজেট সংকটের কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব আসনে ইভিএমের মাধ্যমে নির্বাচন করা সম্ভব নয়।

আরও পড়ুন  ড. ইউনূসকে শুভ কামনা জানালেন নরেন্দ্র মোদী

শনিবার (৪ ফেব্রুয়ারি) শরীয়তপুর জেলা নির্বাচন অফিসের আয়োজনে ভেদরগঞ্জ উপজেলায় শিল্পকলা অডিটোরিয়ামে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

ইসি আনিছুর রহমান বলেন, আংশিকভাবে ইভিএমে ও বাকি আসনগুলোতে ব্যালটের মাধ্যমেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। বর্তমান নির্বাচন কমিশন পূর্বের নির্বাচন কমিশনের মতো বিতর্কিত হবে না।

ফরিদপুর বিভাগীয় (আঞ্চলিক) নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, শরীয়তপুর জেলা পুলিশ সুপার সাইফুল হক, ভেদরগঞ্জ সার্কেল মো. মুশফিকুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোড়ল প্রমুখ।

আরও পড়ুন  শপথ নিলেন নোমান আল মাহমুদ এমপি

ট্যাগঃ