সদ্যপ্রয়াত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিনের স্মরণ সভায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নেতাকর্মীদের ভিড়ে কাচের দরজা ভেঙে আহত হয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
শনিবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই দুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘটনায় আ জ ম নাছির ছাড়া কয়েকজন দলীয় কর্মী ও পুলিশ সদস্যও আহত হয়েছেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
মফিজুর রহমান বলেন, প্রোগ্রাম শেষে বের হওয়ার সময় ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে কনভেনশন সেন্টারের তিনটি কাচের দরজার মধ্যে একটি ভেঙে তার (আ. জ ম নাছিরের) ওপর পড়ে। এতে তিনি মাথায় আঘাত পেয়েছেন। কয়েকজন কর্মীও আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদের চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার একটু আগে দলের সাধারণ সম্পাদক বের হয়েছেন। তবে তিনি নিরাপদে আছেন।
প্রত্যক্ষদর্শী মো. কামরুল হোসাইন বলেন, সভা শেষে বের হওয়ার সময় ওবায়দুল কাদের সাহেব বের হওয়ার সঙ্গে সঙ্গেই পেছন থেকে একটি ধাক্কা আসে। ধাক্কা বলতে কেউ ইচ্ছে করে দিয়েছে এমন নয়, হুড়োহুড়িতে যা হয় আর কি। ধাক্কার সঙ্গে একটি কাচের দরকা ভেঙে আ জ ম নাছিরের ওপর পড়ে।
প্রয়াত সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা।