কক্সবাজার পৌরসভার বাদশাঘোনা এলাকায় পাহাড় ধসে স্বামী-স্ত্রী মারা গেছেন।
বৃহস্পতিবার (২১ জুন) দিবাগত মধ্যরাতে পাহাড় এই ধসের ঘটনা ঘটে।
কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারী বৃষ্টিপাত নিয়ে মানুষকে সচেতন করলেও তারা বাসস্থান থেকে অন্যত্র যেতে চান না।
নিহতরা হলেন- স্থানীয় উমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন আনোয়ার হোসেন ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী মাইমুনা আকতার।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভারী বৃষ্টিপাত হলে রাত আনুমানিক ৩টার দিকে পাহাড় ধসের ঘটনা ঘটে। পরে আধাঘণ্টার চেষ্টায় মাটিতে চাপা পড়া অবস্থায় দুজনের মরদেহে উদ্ধার করা হয়।
এদিকে, আজ শুক্রবার সকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একমাত্র সন্তানকে হারিয়ে কী করবেন তা বুঝে উঠতে পারছেন না মা মমতাজ বেগম। ঘরে তার পাঁচ কন্যা। মাত্র আট মাস আগে ছেলেকে বিয়ে করিয়েছিলেন। সন্তানের স্ত্রী মাইমুনা সাত মাসের অন্তঃসত্ত্বা।
কক্সবাজার পৌরসভার অন্তত দশ হাজার মানুষ পাহাড় ঝুঁকিতে রয়েছে। গেল তিন দিনে রোহিঙ্গা ক্যাম্পে দশ জন এবং পৌরসভার বাদশাঘোনায় ২ জনের মৃত্যু হয়েছে।