ঢাকা, সোমবার - ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারে বজ্রপাতে যুবক নিহত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা খরুলিয়ার বড়ুয়া পাড়ায় বজ্রপাতে এক যুবক নিহত হয়েছে।

শনিবার (১ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিলংজা ইউপি চেয়ারম্যান টিপু সুলতান।

নিহত সুনীল বড়ুয়া (৪৫) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার বড়ুয়া পাড়ার মৃত চিত্তরঞ্জন বড়ুয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে টিপু সুলতান বলেন, শনিবার দুপুরে ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার বড়ুয়া পাড়ার কয়েকজন লোক স্থানীয় একটি খালে কাঁকড়া ধরতে যায়। বিকালে আকস্মিক সামান্য ঝড়ো হাওয়ার বৃষ্টিপাত শুরু হয়। এতে খালে কাঁকড়া ধরতে লোকগুলো বাড়ির উদ্দেশে রওনা দেয়।

আরও পড়ুন  ঢাকায় দেশি বিদেশি জাল মুদ্রাসহ গ্রেপ্তার ৪

এক পর্যায়ে লোকগুলো স্থানীয় বড়ুয়া পাড়া শ্মশান এলাকায় পৌঁছলে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতের আঘাতে সুনীল বড়ুয়া নামের এক যুবক ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে স্থানীয়রা নিহতের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে।

ইউপি চেয়ারম্যান আরও জানান, ঘটনার ব্যাপারে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ