ঢাকা, মঙ্গলবার - ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে রাস্তার পাশে পড়েছিল যুবকের মরদেহ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার সিডিএ আবাসিক এলাকায় রাস্তার পাশ থেকে মোহাম্মদ কায়েস (৩৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২১ জানুয়ারি) সকালে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।

নিহত কায়েস পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কৈয়গ্রাম এলাকার আবু তাহেরের ছেলে।

আরও পড়ুন  বোয়ালখালীতে ইউনিয়ন পরিষদ ভবনে দুর্ধষ ডাকাতি

ওসি দুলাল মাহমুদ বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মোহাম্মদ কায়েস নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার পেটে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খুন করে লাশটি এখানে কেউ ফেলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগঃ