ঢাকা, বুধবার - ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

কর্ণফুলীর বড়উঠানে উদ্ধারকৃত জমিতে হবে শিশু পার্ক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের খিলপাড়া এলাকার আশ্রয় প্রকল্পের পাশে প্রভাবশালীর দখল থেকে উদ্ধার হওয়া ৬.১০ একর জমিতে গড়ে উঠছে বিনোদনকেন্দ্র ও শিশু পার্ক।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকালে বড়উঠান ইউনিয়নের খিলপাড়া এলাকার আশ্রয় প্রকল্পের পাশে নির্ধারিত জমিতে গড়ে ওঠা শিশু পার্কের কার্যাক্রম পরির্দশনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ ও বড়উঠানের চেয়ারম্যান মো. দিদারুল আলম।

আরও পড়ুন  পায়রা সমুদ্র বন্দরের কাছাকাছি ‘মোখা’

এসময় উপস্থিত ছিলেন বড়উঠান ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা তৌহিদুল আলম, মহিলা ইউপি সদস্যা জোবাইদা আকতার মিতুসহ স্থানীয় নেতাকর্মীরা।

এর আগে গত ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী এ জমি উদ্ধার করেন। দীর্ঘদিন ধরে একটি একটি চক্র অবৈধভাবে দখলে ছিলেন।

বড়উঠানের চেয়ারম্যান মো. দিদারুল আলম বলেন, প্রশাসনের উদ্ধারকৃত জমিতে বড়উঠান ইউনিয়ন পরিষদের তহবিল থেকে বিনোদনকেন্দ্র ও শিশু পার্ক গড়ে তুলা হচ্ছে। কর্ণফুলী উপজেলায় নেই কোনো বিনোদনকেন্দ্র বা শিশুদের জন্য পার্ক।

আরও পড়ুন  নানীর মরদেহ বাড়ি নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নাতি

এ বিনোদনের কেন্দ্রটি বড়উঠান ইউনিয়ন ছাড়াও পাশ্ববর্তী আনোয়ারা উপজেলার মানুষদের জন্য বাড়তি আনন্দ জোগাবে বলে মনে করছি যোগ করেন বড়উঠানের চেয়ারম্যান।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ