চট্টগ্রাম নগরীর খুলশীতে ফিউশন ক্যাফে নামে একটি প্রতিষ্ঠানে আইপিএসের ব্যাটারিতে শর্ট সার্কিটের আগুনে ৩ জন দগ্ধ হয়েছেন।
সোমবার (২০ ফেব্রুয়ারি) খুলশী থানা এলাকার হলি ক্রিসেন্টের পাশের গলিতে এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন- আমিন উল্লাহর ছেলে মো. কাশেম (১৭), মো. আবুল বাশারের ছেলে নূর হোসাইন (২০), ইমদাদুল হকের ছেলে মুবিনুল হক (২২)। তারা ফিউশন ক্যাফের কর্মচারী। আগ্নিকাণ্ডে আইপিএসের ব্যাটারিটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় চারদিকে আতংক ছড়িয়ে পড়ে।
খুলশী থানার এএসআই মো. হানিফ হোসাইন বলেন, খুলশী ফিউশন ক্যাফেতে ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা আসার আগেই দোকানের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। আগুনে এই ক্যাফের তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। আহতরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।