ঢাকা, মঙ্গলবার - ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খুলশীর ফিউশন ক্যাফেতে আইপিএসের ব্যাটারি বিস্ফোরণে দগ্ধ তিন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর খুলশীতে ফিউশন ক্যাফে নামে একটি প্রতিষ্ঠানে আইপিএসের ব্যাটারিতে শর্ট সার্কিটের আগুনে ৩ জন দগ্ধ হয়েছেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) খুলশী থানা এলাকার হলি ক্রিসেন্টের পাশের গলিতে এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন- আমিন উল্লাহর ছেলে মো. কাশেম (১৭), মো. আবুল বাশারের ছেলে নূর হোসাইন (২০), ইমদাদুল হকের ছেলে মুবিনুল হক (২২)। তারা ফিউশন ক্যাফের কর্মচারী। আগ্নিকাণ্ডে আইপিএসের ব্যাটারিটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় চারদিকে আতংক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  বৃষ্টি সত্ত্বেও প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা

খুলশী থানার এএসআই মো. হানিফ হোসাইন বলেন, খুলশী ফিউশন ক্যাফেতে ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা আসার আগেই দোকানের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। আগুনে এই ক্যাফের তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। আহতরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগঃ