চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় ময়লার স্তূপ থেকে মানুষের কাতা হাতের একটি অংশ উদ্ধার করেছে পুলিশ। তবে হাতটি কার শনাক্ত করা যায়নি, ধারণা করা হচ্ছে হাসপাতালের বর্জ্য থেকে হাতটি ময়লার স্তূপে আসতে পারে।
মঙ্গলবার (২৮ মার্চ) সকালে ঢেবারপাড় এলাকার কুসুমবাগ আবাসিকের পাশে একটি ডাস্টবিন থেকে হাতটি উদ্ধার করা হয়।
খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা জানান, পরিত্যক্ত অবস্থায় হাতটি পড়ে থাকতে দেখে পরিচ্ছন্নতাকর্মীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি টিম হাতটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
কার হাত তা শনাক্ত করতে সিআইডি টিম যাচ্ছে জানান সন্তোষ কুমার চাকমা।