ঢাকা, সোমবার - ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গেন্ডারিয়ায় স্কুল শিক্ষিকার আত্মহত্যা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীর গেন্ডারিয়ায় পারিবারিক কলহের জেরে মালেকা জোবাইদা সুমি (৩০) নামে এক স্কুল শিক্ষিকা আত্মহত্যা করেছেন। 

শুক্রবার (২৪ মার্চ) দুপুরে তিনি গলায় ফাঁস নেন বলে জানা যায়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মালেকা জোবাইদা সুমির স্বামী কাইয়ুম জানান, পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সুমি তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর অনেক ডাকাডাকি করার পরও দরজা না খুললে আমরা দরজা ভেঙে রুমে ঢুকি। এ সময় সুমিকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, নিহত ২

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ