ঢাকা, সোমবার - ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ষাটোর্ধ বৃদ্ধের লাশ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ মার্চ) দিবাগত রাত ২টায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত ২টার দিকে দুইব্যক্তি ওই বৃদ্ধকে হাসপাতালে রেখে চলে যায়। এ সময় ওই বৃদ্ধ মৃত ছিলো। তার মুখে ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। পরে বিষয়টি চকরিয়া থানাকে অবহিত করা হলে তারা এসে লাশ নিজেদের হেফাজতে নেয়।

আরও পড়ুন  হাটহাজারীতে কারসহ ২ গরু চোর আটক

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ পাওয়ার খবর পেয়ে হাসপাতালে যাই। পরে অজ্ঞাতনামা ওই বৃদ্ধের লাশ উদ্ধার করি। লাশের মুখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমকিভাবে মনে হচ্ছে দুর্ঘটনায় আহত হয়ে মারা গেছে। তবুও নিশ্চিত হওয়ার জন্য লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনও নিহত ওই বৃদ্ধের পরিচয় শনাক্ত করা যায়নি।

আরও পড়ুন  টাকা আত্মসাৎ করে স্বপরিবারে বিদেশে পালানোর সময় আটক যুবক

পরিচয় নিশ্চিত হওয়ার জন্য সব থানায় লাশের ছবিসহ ম্যাসেজ পাঠানো হয়েছে জানান এ পুলিশ কর্মকর্তা।

ট্যাগঃ

আলোচিত সংবাদ