চট্টগ্রামের ষোলশহর এলাকায় একটি চারতলা ভবন হেলে পড়েছে। তবে ভবনের লোকজনদের নিরাপদে সরিয়ে নিয়েছে পাঁচলাইশ থানা পুলিশ।
বুধবার (১৮ জানুয়ারি) পাঁচলাইশ থানাধীন ষোলশহর রেল স্টেশনের ডান পাশের ভবনটি হেলে পড়ে বলে ভয়েস অফ এশিয়াকে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আফতাব হোসেন।
তিনি বলেন, ভবনটির মালিক বাপ্পী আহমেদ। ভবনটি হেলে পড়ায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। ভবন থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।
ভবনটি কখন হেলে পড়েছে সে বিষয়ে প্রাথমিক কোনও তথ্য জানা যায়নি।