নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে এবং বিদ্যুৎ গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চট্টগ্রামে এলডিপি বিক্ষোভ সমাবেশ করেছে। এতে বক্তারা অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন।
তারা বলেন, এই সরকারের অধীনে ভবিষ্যতে কোনো নির্বাচন জনগণ হতে দেবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে উত্তর জেলা এলডিপির সহসভাপতি ফজলুল কাদের তালুকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন এলডিপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য এজিএম শাহজাহান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল।
মহানগর এলডিপির সাংগঠনিক সম্পাদক দোস্ত মোহাম্মদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন-উত্তর জেলা এলডিপির সাধারণ সম্পাদক এস এম নিজাম উদ্দিন, দক্ষিণ জেলা এলডিপির যুগ্ম সম্পাদক মো. আখতারুল আলম ও সাংগঠনিক সম্পাদক মো. মনছুর আলম, নগর এলডিপির প্রচার সম্পাদক নুরুল আজগর চৌধুরী, দপ্তর সম্পাদক এস এম আবু জাফর।