ঢাকা, শুক্রবার - ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের লোহাগাড়ায় পারিবারিক কলহের জেরে মিশবাতুল জান্নাত তারিন (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।

সোমবার (১৭ জুন) সকাল ৯টায় চুনতি ইউনিয়নের মিরিখীল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ মো. আরফাত হোসেনের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই এলাকার বাসিন্দা সুজন। তিনি জানান, পারিবারিক কলহের কারণে ওই গৃহবধূ বিষপান করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেয়ার পর তার মৃত্যু হয়।

আরও পড়ুন  বান্দরবানে পর্যটক ভ্রমণে ফের কেএনএফ’র কঠোর হুঁশিয়ারি

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার প্রীতিরাজ কর জানান, ওই মহিলাটিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। লাশটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. রাশেদুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

ট্যাগঃ