ঢাকা, শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে লবণ বোঝাই ট্রাকের চাপায় মা-ছেলেসহ নিহত ৪

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মিলিটারি পুল সংলগ্ন এলাকায় লবণ বোঝাই ট্রাকের চাপায় মা-ছেলেসহ সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ট্রাকটি বোয়ালখালী থেকে পটিয়ার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি পটিয়া বাদামতল থেকে যাত্রী নিয়ে বোয়ালখালীর ফুলতলের দিকে যাচ্ছিল।

আরও পড়ুন  চট্টগ্রামে কোটাবিরোধী আন্দোলনে নিহত ৩জনের ১জন ছাত্রদল নেতা

মো. সজীব নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, লবণ বোঝাই একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে নিহত হন অটোরিকশায় থাকা মা-ছেলে ও অটোরিকশার চালকসহ চারজন।

এসআই আব্দুল বাতেন বলেন, ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মহিলা যাত্রী মারা গেছেন। এছাড়াও আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছে, তাদের ফায়ার সার্ভিসের গাড়িতে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের নাম পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।

আরও পড়ুন  সিডিএ'র নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

আলোচিত সংবাদ