ঢাকা, শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত ৩ আহত ২

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর অংশে বিজিবিকে বহনকারী বাসের সঙ্গে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে আজিজনগরের ১২নং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চকরিয়ার হারবাং ইউনিয়নের কলাতলী এলাকার আবুল বশরের ছেলে মো. হামিদ (৩২) ও লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩০) এবং একই ইউনিয়নের করমুহুরী পাড়ার ধানু মিয়ার ছেলে নজু মিয়া। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন  বেদখলে আছে রেলের ২৩ হাজার একর জ‌মি: রেলমন্ত্রী

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ উপ-পরিদর্শক ইমন চৌধুরী জানান, কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া বিজিবি সদস্যদের বহন করা বাস ও বিপরীত দিক থেকে আসা মিনি পিকআপের সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মরদেহ হাসপাতালে রয়েছে।

ট্যাগঃ