চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৩ জন।
সোমবার (২০ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান।
মনোনয়ন প্রত্যাশীরা হলেন- আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য মো. সাইফুল ইসলাম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ খোরশেদ আলম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুস ছালাম, চট্টগ্রাম মহানগরীর ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আশেক রসুল খান, আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য এস. এম. কফিল উদ্দিন।
আরও হলেন- চট্টগ্রাম মহানগরীর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সেলিনা খান, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এ টি এম আলী রিয়াজ খান, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোহাম্মদ জাহেদুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলীগের সহ-সভাপতি জহুর চৌধুরী।
এবং চট্টগ্রাম মহানগরীর ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সুকুমার চৌধুরী, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য মো. হায়দার আরী চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন ও বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ মনছুর আলম।