ঢাকা, বৃহস্পতিবার - ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চাঁদপুরে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ওসি মো. আব্দুর রশিদ।

নিহতরা হলেন- হাবিব বেপারী (২৪), নেছার হাওলাদার (৪০) ও মাহাবুব প্রধানিয়া (৫০)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ওসি আব্দুর রশিদ জানান, মরদেহগুলো ঘটনাস্থলেই রয়েছে, ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একজনকে আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  বোয়ালখালী উপজেলার নতুন ইউএনও হিমাদ্রী খীসা

ট্যাগঃ