চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন চাক্তাই নতুন ফিশারি ঘাট এলাকায় মাছের আড়তে আগুন লেগেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
বুধবার (১ মার্চ) রাতে এ আগুন ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
মো. আবদুল্লাহ বলেন, আমাদের ৩টি স্টেশনের ৬টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আছে, তবে নেভাতে একটু সময় লাগছে।