ঢাকা, শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চীনের স্কুল ডরমেটরিতে ভয়াবহ আগুন, ১৩ জনের প্রাণহানি

ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হেনানের একটি স্কুলের ডরমেটরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের প্রাণহানি হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

খবরে বলা হয়, হেনানের ইয়ানশানপু গ্রামের ইয়িংকাই স্কুলের ওই ডরমেটরিতে রাত ১১টা নাগাদ আগুন লাগে। এরপর প্রায় ৪০ মিনিট চেষ্টার পর রাত ১১টা ৩৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন  আজ ২৫ মার্চ, গণহত্যা দিবস

এ ঘটনায় ১৩ জনের লাশ উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের মধ্যে কতটি শিশু তা জানা যায়নি।

অগ্নিকাণ্ডের কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডরমেটরির এক স্টাফকে আটকও করেছে পুলিশ।

ইয়ানশানপু গ্রামটি নানাংয়ের উপকণ্ঠে অবস্থিত। নানাংয়ে প্রায় এক কোটি লোক বাস করে।

আরও পড়ুন  পুরীর জগন্নাথ মন্দিরের কাছেই ভয়াবহ আগুন, এখনও চলছে উদ্ধারকাজ