ঢাকা, বুধবার - ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

জাপানে আঘাত হানল ৬.১ মাত্রার ভূমিকম্প

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

জাপানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে ।

স্থানীয় সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৭ মিনিটে দেশটির উত্তরাঞ্চলে হোক্কাইডো প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে এবং জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটি থেকে ৪৩ কিলোমিটার (২৭ মাইল) গভীরে।

আরও পড়ুন  সরকার অচল করতে রিপাকলিকানরা আমাকে ক্ষমতাচ্যুত করতে চায়: বাইডেন

এ ব্যাপারে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এবং জাপানের সংবাদ সংস্থা জানিয়েছে, ভূকম্পনে টোকিওর উপকূলীয় শহর কুশিরো এবং নেমুরোর বেশ কিছু এলাকা কেঁপে ওঠে। এতে বড় কোনো ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

জাপানের আবহাওয়া সংস্থার মতে, সাধারণত এমন মাত্রার ভূমিকম্পে তাক থেকে আসবাবপত্র ও সরঞ্জাম পড়ে যায়। অনেক আসবাবপত্র নির্ধারিত স্থান থেকে সরে যেতে পারে।

আরও পড়ুন  তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩ শতাধিক

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ