চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছেন।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১১টা ১০ মিনিটে বন্দরটিলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল হালিম।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের (আগ্রাবাদ) কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, সকাল সাড়ে ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হলো তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।