ঢাকা, শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

‘ডেইরি আইকন’ পুরস্কার পেলেন রাউজানের সাংসদ

ছবি- ভয়েস অফ এশিয়া

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

প্রাণিসম্পদ অধিদপ্তরের ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ ডেইরি খামার উন্নয়ন করায় ‘ডেইরি আইকন-২০২৩’ পুরস্কার অর্জন করেছেন রাউজান ডেইরি ফার্মের প্রতিষ্ঠাতা, রাউজানের সাংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি।

শনিবার (১ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি।

আরও পড়ুন  জগন্নাথদেবের রথযাত্রা উৎসব আজ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর। সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. রেয়াজুল হক।

ইতোপূর্বে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখায় ২০১৩ সালে তিনি প্রথম জাতীয় পুরস্কার হিসেবে পরিবেশ পদক অর্জন করেন। কৃষিখাতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৭ সালে দ্বিতীয় বারের মতো বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক লাভ করেন। রাউজান উপজেলায় ১ ঘণ্টায় ৪ লাখ ৮৭ হাজার ৫৪০ টি গাছের চারা রোপণ করায় ২০১৮ সালে তৃতীয় বারের মতো বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার অর্জন করেন। মৎস্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চতুর্থ বারের মতো ২০২১ সালে জাতীয় মৎস্য পদকে ভূষিত হয়েছিলেন তিনি। এবার ২০২২ সালে পঞ্চম বারের মতো বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার পেয়েছেন তিনি।

আরও পড়ুন  চট্টগ্রামের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

আলোচিত সংবাদ