ঢাকা, শুক্রবার - ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকার খিলগাঁওয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঢাকার খিলগাঁওয়ের একটি বাসায় নাবিল হায়দার (২৬) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) ভোর ৬টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  কারওয়ান বাজারে 'একুশে টিভি' ভবনে আগুন

নাবিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

নাবিলের বড় ভাই তৌসিফ তনয় জানান, তাদের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা গ্রামে। নাবিল ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলে  থাকতেন। গত দুইদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন নাবিল। বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় তিনি খিলগাঁওয়ে তার এক বন্ধুর বাসায় গিয়েছিলেন। সেখানে ইফতার করেন এবং রাতেও সেখানেই ছিলেন। ভোরে সেহরি খাওয়ার জন্য তার বন্ধু উঠে তাকে অচেতন অবস্থায় শুয়ে থাকতে দেখতে পান। তখন তনয়কে খবর দিলে তিনি ওই বাসায় গিয়ে নাবিলকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  বুড়িশ্চরে পুড়ে ছাই হয়ে গেছে বসতঘর, অগ্নিদগ্ধ হয়ে এক শিশু কন্যার মৃত্যু

মো. বাচ্চু মিয়া জানান, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগঃ