ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) তিনি ঢাকায় এসে পৌঁছাবেন।
পরদিন বুধবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে তিনি ঢাকায় আসছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রস্তুতির বিষয়টিও বৈঠকে আলোচনা হতে পারে।
এ ছাড়াও গত এক বছরে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের অনেকগুলো বৈঠক হয়েছে। এসব বৈঠকের সিদ্ধান্তও বৈঠকে পর্যালোচনা করা হবে।
আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে জি-২০ এর অষ্টাদশ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। স্বাগতিক ভারত জি-২০ শীর্ষ সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। এতে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।