বান্দরবানের থানচি বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় অর্ধশতাধিক দোকান। এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
থানচি ফায়ার সার্ভিসের লিডার পেয়ার মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, থানচি বাজারে হঠাৎ আগুন লেগে চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, পুলিশ, বিজিবি ও স্থানীয়রা মিলে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। আগুনে প্রায় ৫০টির বেশি দোকান পুড়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ-ছয় কোটি টাকা।
পেয়ার মোহাম্মদ জানান, বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে পরে জানা যাবে।
এদিকে ঘটনার পর থানচি উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইহ্লা মং মার্মা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো. আবুল মনসুরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল মনসুর বলেন, ৫০টির মতো দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৩ মার্চ থানচির বলিপাড়া ইউনিয়নের বলি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকাণ্ডে বলিপাড়া বাজারের ৪৫টি দোকান ও ভাসমান কাঁচাবাজারসহ মোট ৫২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।