ঢাকা, বুধবার - ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

নওফেলের নির্বাচনী কার্যালয়ে সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীতে নৌকা প্রতীকের নির্বাচনি প্রচারণার সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এসময় একটি ব্যবসা প্রতিষ্ঠানও ভাঙচুর করা হয়।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে নগরীর কাজির দেউড়ির ১ নম্বর গলিতে নওফেলের নির্বাচনী কার্যালয় থেকে এ ঘটনার সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্বাচনী প্রচার শেষে কাজির দেউড়ির ১ নম্বর গলির নির্বাচনী কার্যালয়ে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এসময় কর্মী সমর্থকদের মধ্যেই চেয়ারে বসা ও স্লোগান দেওয়া নিয়ে উত্তেজনা দেখা দেয়। কিন্তু প্রার্থী উপস্থিত থাকায় সবাই শান্ত ছিলেন। পরে নওফেল চলে গেলে দুটি পক্ষের মধ্যে মারামারি বাঁধে ।এসময় এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া দিয়ে এস আলম টাওয়ারের সামনে নিয়ে আসেন ।

আরও পড়ুন  কক্সবাজারে ২ কেজি হেরোইনসহ বাস যাত্রী আটক

ঘটনায় আহত আমিনুল ইসলাম মিজান নামে একজন বলেন, আমরা নওফেল ভাইয়ের প্রচারে প্রায় ৫’শতাধিক কর্মী এসেছিলাম। এরপর বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিনের লোকজন আমাদের উপরে হামলা করেন।

তাদের আরও এক কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন বলেন, এটা বিচ্ছিন্ন ঘটনা। স্লোগান নিয়ে একটু উত্তেজনার সৃষ্টি হয়েছে। আর যারা বলছে আমার লোক হামলা করেছে তাদেরকে জিজ্ঞেস করেন তারা কোথাকার। তারা সবাই বহিরাগত। তাদের আমার ওয়ার্ডে কি কাজ।

আরও পড়ুন  ভারত থেকে কলা গাছের ভেলায় এল গুলিবিদ্ধ বাংলাদেশির মরদেহ

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক জানান, ঘটনার পরপরই সেখানে আমাদের মোবাইল টিম পাঠানো হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে শনিবার সন্ধ্যায় কাজির দেউড়ির পুরাতন সিডিএ মার্কেটের দ্বিতীয় তলায় জামালখান ওয়ার্ডের যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. হান্নানের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে দুর্বত্তরা।

এ ঘটনায় এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তার নাম নুরুদ্দিন বলে জানা গেছে।

আরও পড়ুন  ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বিজয়ী আ. লীগের আরাফাত

যুবলীগ নেতা হান্নানের বড় ভাই শেখ নাছির বলেন, আমরা নওফেল ভাইয়ের প্রচারে ছিলাম। পরে শুনি এখানে আমার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। আমরা এখানে আসার পর দেখি দোকানের গ্লাস ভাঙা। আমাদের আসার আগে আশেপাশের লোকজন একটি ছেলেকে আটক করে।

সে ঘটনার কথা স্বীকার করেছে। পুলিশকে সে জানিয়েছে, ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ নামে একজন তাকে এ কাজ করতে বলেছে। ছেলেটি এ ভবনে চা-নাস্তা আনা নেওয়ার কাজ করত।

আলোচিত সংবাদ