ঢাকা, শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নারী এনজিওকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহত নিশাত আহমেদ শহরের পশ্চিম বাহারছড়া এলাকার গফুর সওদাগরের বাড়িতে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি চকরিয়ার ডুলাহাজারায়। তিন আন্তর্জাতিক একটি এনজিও সংস্থায় সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন  বোয়ালখালীতে ৩ বসতঘর আগুনে পুড়ে ছাই

এ বিষয়ে নিশাতের পাশের ফ্ল্যাটের লোকজন জানান, পশ্চিম বাহারছড়া এলাকায় গফুর সওদাগরের মালিকানাধীন ভবনের ৪র্থ তলায় এক মাস আগে ফ্ল্যাট ভাড়া নেন ওই নারী এনজিও কর্মী। তিনি একাই থাকতেন ফ্ল্যাটে।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

আরও পড়ুন  আরজেফ'র চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি গঠন

ট্যাগঃ