ঢাকা, মঙ্গলবার - ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিরাপদ খাদ্যের অধিকার নিয়ে মাঠে নেমেছেন চিত্রনায়ক ফেরদৌস

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে নিরাপদ খাদ্যের অধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাঠে নেমেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল ৪টায় রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং অভিযানে যুক্ত হন তিনি। এ সময় মনিটরিং টিমের সঙ্গে বেইলি রোডের বেশ কয়েকটি ইফতার বাজার ঘুরে দেখেন। নিরাপদ খাদ্যের বিষয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করেন।

আরও পড়ুন  সংখ্যালঘু সম্প্রদায়ের ৪৯ শিক্ষককে পদত্যাগে বাধ্য করা হয়েছে

ফেরদৌস আহমেদ বলেন, আমরা মূলত মানুষকে সচেতন করতে চাই, আমরা যে খাবারটি খাচ্ছি সেই খাবারটি কতটুকু আমাদের জন্য নিরাপদ এবং যারা খাবারটি বিক্রি করছেন তারা কতটুকু নিরাপদে তা তৈরি করছেন, এই বোধটুকু মানুষের মধ্যে জন্মানোর জন্যই এখানে আসা। আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে সোমবার গিয়েছিলাম পুরান ঢাকার চকবাজারে। তারই ধারাবাহিকতায় মানুষকে সচেতন করতে আজ এসেছি বেইলি রোডে। চকবাজার গিয়েছিলাম, সেটার ইফেক্ট সারাদেশে পড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে ফোন করে আমাকে জানিয়েছেন উদ্যোগটিও ভালো হয়েছে।

আরও পড়ুন  দেশে নতুন জঙ্গি সংগঠন তাওহীদুল উলূহিয়্যাহ, ২০২৪ সালে বড় হামলার পরিকল্পনা

তিনি আরও বলেন, রমজান মাসে প্রচুর মানুষ ইফতারে ভাজাপোড়া খেয়ে অসুস্থ হন। আমরা সবাই নিরাপদ খাদ্য চাই এবং এটা আমাদের অধিকার। সেই অধিকার থেকে কেউ যেন বঞ্চিত না হয়, তাই এই সতর্কতামূলক কাজটি করছি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং টিমে সদস্য প্রফেসর ড. মো. আব্দুল আলীম, উপ-পরিচালক মো. আব্দুস সোবহান, মো. মুনতাসির হাসান প্রমুখ।

আরও পড়ুন  আড়াই হাজার মেগাওয়াট লোডশেডিং, শীঘ্রই সমাধান

ট্যাগঃ

এ বিভাগের আরও

সর্বশেষ