চট্টগ্রাম রাউজানের একটি মার্কেটে আগুন লেগে গুদাম ও শ্রমিকদের থাকার ২২টি কক্ষের জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পরে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
রবিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আমির মার্কেটের ৩য় তলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ইফতারের পর পর আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে দেখে ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ বাহার উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। পুকুরে পর্যাপ্ত পানি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে পরে জানা যাবে।
তবে আগুনে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।