ঢাকা, শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের সংঘর্ষে মো. রুবেল (৩৬) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আটজন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের ইন্দ্রোপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাংশু বিকাশ সরকার।

নিহত রুবেল চট্টগ্রামের পাথরঘাটা এলাকার নুরুল আনোয়ারের ছেলে। আহতদের মধ্যে সবুজ মিয়া (৩৫), মোস্তাকিম (২৩) ও মোহাম্মদ আরিফকে (২৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন  চান্দগাঁও মোহরা এলাকায় কিশোরী ধর্ষণ, গ্রেপ্তার ২

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাংশু বিকাশ সরকার বলেন, আজ সকালে ইন্দ্রোপুল এলাকায় কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রামগামী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছে। এ ঘটনায় বাস দুটি জব্দ করা হয়েছে।

পটিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ৬টায় আমরা ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর থেকে রুবেলকে মৃত অবস্থায় উদ্ধার করি।

আরও পড়ুন  ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন

ট্যাগঃ

আলোচিত সংবাদ