ঢাকা, বৃহস্পতিবার - ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়ার বুড়াকালি মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার ২

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পটিয়ার ধলঘাঠ বুড়াকালি মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনায় সন্দেহভাজন ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (১৫ জানুয়ারি) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পটিয়া থানার উপ-পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ।

গ্রেপ্তারকৃতরা হলেন ধলঘাট উত্তর সমুরা গ্রামের আবিদ (১৯) ও ইশ্বরখাইন গ্রামের রিমন (২১)।

আরও পড়ুন  কেএনএফ নারী শাখার প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

উপ-পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ জানান, চুরির ঘটনায় গত শনিবার ওই মন্দিরের পুরোহিত সাগর চক্রবর্তী বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে একটি মামলা দায়ের করেন। ওইদিন রাতেই সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

সোমবার (১৬ জানুয়ারি) রিমান্ড শুনানির জন্য তাদের আদালতে হাজির করা হবে। এর আগে গত ১৩ জানুয়ারি দিবাগত রাত ২ টার দিকে ধলঘাট এলাকায় শ্রী শ্রী বুড়াকালি মন্দিরে স্বর্ণালংকারসহ টাকা চুরির ঘটনা ঘটে।

আরও পড়ুন  চকরিয়ায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে নিহত ২

ট্যাগঃ