ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার বনগাঁও থেকে অপহৃত এক কিশোরীকে (১৪) রাজধানীর টঙ্গী থেকে উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন) ১১ উত্তরা।
অপহরণের অভিযোগে বাংলাদেশের নাগরিক এক কিশোরকে (১৫) গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এপিবিএন ১১ উত্তরার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) কাজী রুবাইয়াত রুমী।
এরআগে গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার ও ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
কাজী রুবাইয়াত রুমী জানান, বাংলাদেশের ভারতীয় দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়, এক কিশোরীকে অপহরণের অভিযোগে বাংলাদেশের নাগরিক এক কিশোরের বিরুদ্ধে মামলা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার বনগাঁও দেবগড় গ্রামের প্রদীপ পাল। তিনি ওই কিশোরীর বাবা। কিশোরীর বাবা দাবি করেন, তাঁর মেয়ে ঢাকার আশপাশে কোথাও আছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তির সহায়তায় টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া রসুলবাগ এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার ও অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ধারায় একটি মামলা করা হয়েছে।