ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) দিল্লিতে বৈঠকে বসেছেন। তাদের বৈঠক এখনো চলছে। এই বৈঠক থেকে নরেন্দ্র মোদিকে সংসদ নেতা নির্বাচিত করা হবে। তবে বৈঠকের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে সমর্থন দিয়েছেন টিডিপির এন চন্দ্রবাবু নাইডু এবং জেডি(ইউ) এর নীতিশ কুমার।
দেশটির ১৮তম লোকসভা নির্বাচন পরবর্তী হিসাব-নিকাষে কিংমেকার হিসেবে আবির্ভূত হয়েছেন এই দুজন।
শুক্রবার (৭ জুন) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এনডিএ জোটের এমপিদের বৈঠক শুরু হয়। এই বৈঠকে নরেন্দ্র মোদি, নীতীশ কুমার, চন্দ্রবাবু নাইডু, জেডি(এস) নেতা এইচডি কুমারস্বামী, জনসেনা পার্টির প্রতিষ্ঠাতা পবন কল্যাণ, এনসিপি প্রধান অজিত পাওয়ার এবং লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) নেতা চিরাগ প্রমুখ উপস্থিত রয়েছেন।
প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে সমর্থন করে নাইডু বলেন, তার দূরদৃষ্টি ও উৎসাহ-উদ্দীপনা রয়েছে। তার কার্যক্রম অত্যন্ত নিখুঁত। তিনি সব নীতি সত্যিকারের চেতনার মাধ্যমে বাস্তবায়ন করেন। আজ ভারতে সঠিক নেতা রয়েছে। আর সেই নেতা হলেন নরেন্দ্র মোদি।
নাইডুর এই বক্তব্যের পর নীতিশ কুমার বলেন, এটা খুবই ভালো ব্যাপার যে আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা সবাই আপনার (মোদি) সঙ্গে একসাথে কাজ করব। আপনি রোববার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। তবে আমি চেয়েছিলাম আপনি আজই শপথ নেবেন। আপনি যখনই শপথ নেবেন, আমরা আপনার সঙ্গে থাকব। আমরা সবাই আপনার নেতৃত্বে একসঙ্গে কাজ করব।
বৈঠক শেষ হলে শুক্রবার (৭ জুন) বিকেলেই ভারতীয় রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের দাবি জানাবেন এনডিএ নেতারা। এ সময় নাইডু ও নীতিশ কুমারসহ জ্যেষ্ঠ জোট সদস্যরা নরেন্দ্র মোদির সমর্থক এমপির তালিকা দিতে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে যোগ দেবেন।
গত মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। সেখানে দেখা যায়, বিজেপি এককভাবে ২৪০টি আসন পেয়েছে। কংগ্রেসের ইন্ডিয়া জোট ২৩২ আসনে জিতে চমক দেখিয়েছে। এ ছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেডিইউ ১২টি এবং অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি বা টিডিপি ১৬টি আসন পেয়েছে।
তবে অন্য বারের মতো সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২টি আসন পায়নি মোদির বিজেপি। ফলে সরকারে আসতে মোদিকে এবার নাইডু ও নীতীশের দলের ওপর নির্ভর করতে হচ্ছে। অবশ্য দল দুটিই বিজেপির এনডিএ জোটের শরিক দল।
তথ্যসূত্র- ইন্ডিয়া টুডে