খালি বা ফাঁকা জাতীয়তা সনদপত্রে স্বাক্ষর না করতে দেশের সব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে সরকার।
সোমবার (২০ ফেব্রুয়ারি) এ বিষয়ে ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দিতে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
গত বছরের জুনে সাতক্ষীরার কুশখালী ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার একটি অপূরণকৃত নাগরিক সনদপত্রে স্বাক্ষর করেন। এ ঘটনায় তাকে সতর্ক করার পর এমন নির্দেশনা দিল স্থানীয় সরকার বিভাগ।
জেলা প্রশাসকদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফফার ২০২২ সালের ১৬ জুন একটি অপূরণকৃত নাগরিক সনদপত্র স্বাক্ষর করে জারি করেন। এ ঘটনায় ওই বছরের ১৯ জুলাই তাকে স্থানীয় সরকার বিভাগ থেকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। এই নোটিশের জবাবে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
চিঠিতে আরও বলা হয়, এই ঘটনায় চেয়ারম্যান আব্দুল গফফারকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে সতর্ক করা হলেছিল। এরপর থেকে তিনি আর কোনো অপূরণকৃত নাগরিক সনদ বা প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেননি।
ভবিষ্যতে কোনো ইউপি চেয়ারম্যান যেন অপূরণকৃত নাগরিক সনদপত্রে স্বাক্ষর না করেন, তা নিশ্চিত করতেই জেলা প্রশাসকদের এ নির্দেশনা দেয়া হলো।