ঢাকা, মঙ্গলবার - ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন আইজিপি

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীর রমনায় পুলিশ অফিসার্স মেসে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রোববার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্থাপিত এ বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন তিনি।

এসময় আইজিপি বলেন, স্বাধীনতা কীভাবে হয়েছিল একটি প্রজন্ম সেটা ভুলতে বসেছিল। সেই থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন তারপর থেকে আবারও দেশ স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়েছে।

আরও পড়ুন  কক্সবাজার 'সুগন্ধা পয়েন্ট'র নাম এখন ‘বঙ্গবন্ধু বিচ’

বঙ্গবন্ধু কর্নার স্থাপনের জন্য সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানিয়ে আইজিপি বলেন, দেশকে এবং জাতিকে আমাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানানোর জন্য আমরা বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা শুরু করেছি।

তিনি বলেন, আজ আমাদের পুলিশ অফিসার্স মেসে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। এর মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং নবীন অফিসার ও তাদের পরিবার বঙ্গবন্ধুকে জানতে পারবেন।

আরও পড়ুন  ইউনিয়ন পরিষদের পানির পাইপে ঝুলছিল যুবকের মরদেহ

বঙ্গবন্ধু কর্নার পরিদর্শনের মাধ্যমে আগামী প্রজন্মের শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধ ও কী চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তা জানার আগ্রহ সৃষ্টি হবে।

ট্যাগঃ