ঢাকা, সোমবার - ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে চাচার হামলায় প্রাণ গেল ভাতিজার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের বাঁশখালীতে পুকুর থেকে মাটি তোলা নিয়ে বাকবিতণ্ডার জেরে চাচার হামলায় ভাতিজা মোহাম্মদ শাহাব উদ্দিন (৩৩) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত শাহাব উদ্দিনের বাবাসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৮ মার্চ) সকালে উপজেলার কাথারিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইদায়রী পাড়ায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন।

আরও পড়ুন  হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় ট্রলি চালক নিহত

নিহত শাহাব উদ্দিন ওই এলাকার মোহাম্মদ এয়াকুব হোসেনের (৬২) ছেলে। এ ঘটনায় এয়াকুব হোসেনও গুরুতর আহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন তার আরেক ভাই শাহ আলম (৩৪)। তবে সংঘর্ষের মধ্যে শাহাব উদ্দিনের চাচা নুর হোসেনও (৪৫) আহত হয়েছেন। সবাইকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে বাশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

ওসি কামাল উদ্দিন বলেন, সকালে পুকুর থেকে মাটি উত্তোলন ও সীমানা বিরোধ নিয়ে প্রথমে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে চাচা নুর হোসেনের হামলায় গুরুতর আহত হন শাহাব উদ্দিন। আহত হন তার আরেক ভাই শাহ আলম ও বাবা এয়াকুব হোসেন। এছাড়া আহত হয়েছেন চাচা নুর হোসেনও।

আরও পড়ুন  চট্টগ্রামে আলোচিত 'মনা' হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৪

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অমিত দাশ বলেন, হাসপাতালে আনার পর শাহাব উদ্দিন মৃত্যুবরণ করেন। এই ঘটনায় তার বাবা ও ভাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে শাহাব উদ্দিন মারা যাওয়ার পর হাসপাতাল থেকে পালিয়ে যায় তার চাচা নুর হোসেন।

ওসি কামাল উদ্দিন আরও বলেন, ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে জানানো হচ্ছে।

আরও পড়ুন  চট্টগ্রামের ১২ আসনে ‘স্বতন্ত্র’ ব্যথায় নৌকা-লাঙ্গলের প্রার্থী

ট্যাগঃ

আলোচিত সংবাদ