ঢাকা, শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বাড়ি ফিরল কন্টেইনারে করে মালয়েশিয়া যাওয়া সেই রাতুল

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনারে করে মালয়েশিয়া যাওয়া মো. রাতুল ইসলাম (১৪) বাড়িতে ফিরেছে। ছেলেকে ফিরে পেয়ে খুশি তার মা-বাবাসহ স্বজনরা।

বুধবার (২২ ফেব্রয়ারি) সন্ধ্যায় রাতুল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামে তার বাড়িতে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেন রাতুলের বাবা মো. ফারুক মিয়া।

ছেলেকে ফিরে পেয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাতুলের মা-বাবা। তবে রাতুল এখনো বলতে পারেনি সে কীভাবে কনটেইনারে করে মালয়েশিয়া চলে গিয়েছিল।

আরও পড়ুন  একসাথে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

এর আগে ১২ জানুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যাওয়া ‘এমভি ইন্টেগ্রা’ জাহাজের একটি খালি কনটেইনার মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ১৬ জানুয়ারি মালয়েশিয়ার কেলাং বন্দরে জাহাজের একটি খালি কনটেইনারের ভেতর থেকে মানুষের শব্দ শুনতে পান নাবিকেরা। এরপরই কেলাং বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান তারা। ১৭ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১০টায় জাহাজটি জেটিতে এনে কনটেইনার খুলে ওই কিশোরকে উদ্ধার করা হয়। পরবর্তী সময় গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও দেখে রাতুলকে শনাক্ত করে পরিবারের সদস্যরা।

আরও পড়ুন  চসিকের দুই প্রকৌশলীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

ট্যাগঃ

আলোচিত সংবাদ