বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নে মারমা নারীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক মো. কায়সার গ্রেপ্তার হয়েছেন। ঘটনার ৮ দিন পর তাকে গ্রেপ্তার করেছে লামা থানা পুলিশ।
শুক্রবার (৩ মার্চ) সকালে লামা উপজেলার লাইন ঝিড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা লামা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শামীম এসব তথ্য নিশ্চিত করেছেন।
মো. কায়সার উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ফুটের ঝিরি এলাকার মো. আব্দুল্লাহর ছেলে।
ধর্ষণের অভিযোগে মো. কায়সারের বিরুদ্ধে লামা থানায় শনিবার (২৫ ফেব্রুয়ারি) মামলা করেন এক মারমা নারী। মামলার এজাহারে বলা হয়, তিনি হ্লাথুই পাড়ার উত্তর পাশে ছোট খালের ওপরে একাশি গাছের বাগানে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ধর্ষণের শিকার হন। ধর্ষণে বাধা দিলে তাকে মারধর করে হত্যার হুমকি দেন কায়সার। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে যাওয়ার সময় নারীর চিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে। পরে ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. নূরুল হোসাইন চৌধুরী, একই ইউনিয়নের ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনের সদস্য জোসনা আক্তার এসে বিচারের আশ্বাস দিয়ে অভিযুক্তকে নিয়ে যান।
মোহাম্মদ শামীম জানান, শুক্রবার সকালে কায়সারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার আতালতে তোলা হবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।