ঢাকা, বুধবার - ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বান্দরবানে ফের ভ্রমণে নিষেধাজ্ঞা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নিরাপত্তার কারণে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পর্যটক ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়।

জেলা প্রশাসক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান পার্বত্য জেলার স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত ১০ ফেব্রুয়ারি ২০২৩ মূলে জারি করা গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে রোয়াংছড়ি. রুমা এবং থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এতদ্বারা নিষিদ্ধ করা হলো।

আরও পড়ুন  চট্টগ্রামে পতিতাবৃত্তিতে বাধ্য করায় হিজড়াসহ গ্রেপ্তার ৫, চার কিশোরীকে উদ্ধার

এতে আরও বলা হয়, বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলার মধ্যে রোয়াংছড়ি, রুমা এবং থানচি উপজেলা ব্যতীতে অন্যান্য উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

ট্যাগঃ

এ বিভাগের আরও

সর্বশেষ