ঢাকা, শুক্রবার - ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিজিবি-বিএসএফের বৈঠক নিয়ে যা জানাল স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের ডিজি পর্যায়ের বৈঠক হবে।

বৈঠকের আলোচনার বিষয়বস্তু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকরা আমাদের মানুষকে হত্যা করছে। ভারত অভিন্ন নদীগুলোর পানি অবৈধভাবে প্রত্যাহার করছে। এসব বিষয় নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন  জি এম কাদেরের সাথে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

এছাড়াও বিগত সরকারের আমলে করা অসম চুক্তিগুলো পর্যালোচনা হবে ওই বৈঠক।

বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, বৈঠকে এবার আমরা কোনো ছাড় দিবো না। আমাদের কথার টোনই হবে ভিন্ন। কারণ ভারত বেআইনিভাবে এসব করছে।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভারতের সাথে পারস্পরিক ভালো সম্পর্ক এবং আস্থা আরও কিভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করা হবে, তবে একতরফা ছাড় দিয়ে নয়।

আরও পড়ুন  ‘হোয়াইট হাউস’ ছাড়ার আগেই ইউক্রেনকে ৬ বিলিয়ন ডলার দিচ্ছে বাইডেন প্রশাসন

সীমান্তে চলমান অস্থিরতা, সীমান্ত হত্যা বন্ধ, ১৫০ গজের মধ্যে স্থাপনা না করা, ভারতীয় গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার বন্ধ, অভিন্ন নদীর পানি বন্টন চুক্তি অনুযায়ী করা, ত্রিপুরা থেকে আসা শিল্পের বর্জ্য বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। বৈঠকে অসম চুক্তি নিয়ে আলোচনা করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা ভারতের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রেখে চলতে চাই। এ সম্পর্ক তৈরি হতে হবে ন্যায্যতার ভিত্তিতে।

আরও পড়ুন  বিক্ষোভে উত্তাল সিরিয়া, প্রেসিডেন্ট বাশারের পদত্যাগ দাবি

সংবাদ সম্মেলনে বিজিবি ডিজি মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ভারতকে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না।

দিল্লিতে অনুষ্ঠেয় বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন, ভূমি জরিপ অধিদপ্তরের প্রতিনিধিরাও অংশ নেবেন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ