চট্টগ্রাম নগরীর আকবরশাহ্ এলাকায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে হামলার ঘটনায় আবু নোমান (৪১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ জানুয়ারি) নগরীর আকবরশাহ্ থানার বিশ্ব কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু নোমান দায়ের হওয়া মামলার তিন নম্বর এজহারনামীয় আসামি। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মো. জহুরুল আলম জসিমের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।
এর আগে গত বৃহস্পতিবার পাহাড়কাটা ও কালীরছড়া খাল পরিদর্শনে যান বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানাসহ পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের নেতারা। সেখানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের উপস্থিতিতে তাদের গাড়িতে হামলার অভিযোগ ওঠে।
এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলাচেষ্টা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। সবশেষ এ বিষয়ে মামলা দায়ের হয়।
আকবরশাহ্ থানার ওসি মো. ওয়ালী উদ্দিন আকবর বলেন, এ মামলার পরিপ্রেক্ষিতে আবু নোমান নামে একজনকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলমান আছে।