ঢাকা, শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বোয়ালখালীর ‘ঢাকা বেকারি’ সিলগালা করলো ভ্রাম্যমাণ আদালত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ৪টি মামলায় সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করায় ঢাকা বেকারি সিলগালা করে দিয়েছেন আদালত।

রবিবার (৫ ফেব্রুয়ারি) বোয়ালখালী পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।

তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৭ নম্বর পৌর ওয়ার্ডের বিছমিল্লাহ বেকারিকে ৫ হাজার টাকা, সড়ক পরিবহন আইন ২০১৮ এ মো. সাকিবকে ৫ হাজার টাকা এবং মো. আলী আজগরকে ৫ শত টাকা, স্থানীয় সরকার (পৌরসভা) আইন- ২০০৯ এ মো. সৈয়দকে ২ হাজার টাকট জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন  উত্তাল কক্সবাজার, রাতের আধারে ছাত্রলীগের ঝটিকা মিছিল

এছাড়া কয়েকবার সতর্ক করার পরও অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করায় রায়খালী ব্রিজ এলাকার ঢাকা বেকারিকে সীলগালা করে দেয়া হয় জানান ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ