ঢাকা, শুক্রবার - ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বোয়ালখালী আশুতোষ কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হযেছে। এতে উভয়পক্ষের ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রবিবার (২৬ মার্চ)  দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন  বই পৌঁছাতে দেরি হলে আমরা বিষয়টি দেখব: শিক্ষামন্ত্রী

আহতরা হলেন- কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরাফাত হোসেন তারেক, যুগ্ম আহ্বায়ক মাহিম উদ্দিন, জাহেদ হোসেন, মিঠু, আলতাফ হোসেন হৃদয় ও শুভ দাশ। এরমধ্যে আলতাফ হোসেন হৃদয় ও শুভ দাশের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী সাধারণ ছাত্রছাত্রীরা জানান, মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের শেষ পর্যায়ে লোহার রড, লাঠি, কিরিচ নিয়ে ছাত্রলীগের দুইপক্ষ মারামারিতে লিপ্ত হয়। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে কলেজ ক্যাম্পাসে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন  ফটিকছড়িতে রাস্তা পার হতে গিয়ে বাস চাপায় নিহত নারী

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, কলেজে ছাত্রলীগের দুইটি পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পুলিশ বিষয়টি দেখছে। এখন কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগঃ