ঢাকা, শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতে পাঠানোর কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ, দালাল গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঝিনাইদহের মহেশপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম নামের এক দালালকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে মহেশপুর উপজেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শরিফুল ইসলামের বাড়ি ওই উপজেলার জলুলী গ্রামে।

র‌্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন এ তথ্য জানান।

তিনি জানান, নড়াইল জেলার দরিদ্র পরিবারের এক নারী ভারতে চিকিৎসার জন্য লোক মারফত দালাল শরিফুলের সঙ্গে পরিচয় হয়। শরিফুল ইসলাম তাকে স্বল্প খরচে ভারতে পাঠানোর কথা বলে গত ২৬ মার্চ মহেশপুর বাজারে আসতে বলে। সেখানে এলে তাকে একটি বাড়িতে আটকে রাখে। সেখানে তাকে ধর্ষণ করে হুমকি দিয়ে বাসা থেকে বের করে দেয়।

আরও পড়ুন  মধ্যরাতে সড়কে গাছ ফেলে বাস-ট্রাকসহ ৪০ গাড়িতে ডাকাতি

এ বিষয়ে নির্যাতিতা বাদী হয়ে মহেশপুর থানায় আসামির বিরুদ্ধে অপহরণসহ ধর্ষণ মামলা দায়ের করে। মামলা দায়েরের পর র‌্যাব অভিযান পরিচালনা করে অভিযুক্ত শরিফুলকে গ্রেপ্তার করে। তাকে আজ সকালে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগঃ