সম্প্রতি ভারতে নতুন করে ‘করোনা’র সংক্রমণ বেড়েছে। দৈনিক সংক্রমণের সংখ্যা হাজারের গণ্ডি ছাড়িয়েছে।
রবিবার (২৬ মার্চ ) ‘মন কি বাতে’র ৯৯তম সংস্করণে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নরেন্দ্র মোদি অনুষ্ঠানের শেষে বলেন, দেশের বিভিন্ন প্রান্তে করোনা সংক্রমণ বাড়ছে। আপনারা সাবধানতা অবলম্বন করুন। নিজেদের আশপাশ পরিষ্কার রাখুন। সমস্ত কোভিডবিধি মেনে চলুন।
কয়েক দিন আগেও করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্র সরকার। এ নিয়ে বৈঠকও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েকদিনে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। কিছুদিন আগে করোনা নিয়ে সতর্ক হওয়ার জন্য ছয় রাজ্যকে চিঠিও দেয় কেন্দ্র সরকার। সেই তালিকায় পশ্চিমবঙ্গ রাজ্যের নাম ছিল না। তবে গতকাল কলকাতাতে এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।
সূত্র- হিন্দুস্তান টাইমস