ঢাকা, বৃহস্পতিবার - ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মতিঝিলে বাস চাপায় প্রাণ গেলো ট্রাকচালকের

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীর মতিঝিলে যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল জলিল (৪৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে রাত পৌনে ১টার দিকে বাসটি চাপা দেয় তাকে।

আব্দুল জলিলের বাড়ি নরসিংদীর মনোহরদী থানার দরিকান্দি গ্রামে।

নিহতকে হাসপাতালে নিয়ে যাওয়া গাড়ির হেলপার আলামিন বলেন, শাহ সিমেন্ট কোম্পানির ট্রাক চালাতেন আব্দুল জলিল ছিলেন। রাতে মতিঝিল বিদ্যুৎ অফিসের সামনে শাহ সিমেন্টের গাড়ি রেখে পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময় সেঁজুতি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  পতেঙ্গায় লরির ধাক্কায় শিশুসহ প্রাণ গেল ২ জনের

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মতিঝিল থানাকে জানানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়িরর ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ট্যাগঃ

এ বিভাগের আরও

সর্বশেষ